ছেলে-মেয়ের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল কালিয়াচকের জালালপুর এলাকা। তাদের উদ্ধার করতে গেলে পুলিশের কাজে বাধা দেন গ্রামবাসীরা। ঘটনায় গ্রেপ্তার তিন। ধৃতদের বুধবার মালদা জেলা আদালতে পেশ করেছে কালিয়াচক থানার পুলিশ।
জানা যায়, মঙ্গলবার রাতে জালালপুর অঞ্চলের শেরপুর গ্রামে একজন যুবক ও একজন যুবতিকে বাগান থেকে ধরে ফেলেন গ্রামের মানুষজন। ওই যুবক যুবতির সাথে দুটি সন্তানও রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কালিয়াচক থানার পুলিশ। ঘটনাস্থল থেকে ওই পুরুষ ও মহিলাকে উদ্ধার করতে গেলে শুরু হয়ে যায়, পুলিশের সঙ্গে এলাকাবাসীর বচসা। অভিযোগ আটকানো হয় পুলিশের গাড়ি। শুরু হয় পুলিশ ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক উত্তেজনা। পরবর্তীতে কালিয়াচক এসডিপিও ফয়সাল রেজা ও অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈনের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করেছে কালিয়াচক থানার পুলিশ। জানা যায়, ধৃতদের নাম মাসুদুর রহমান (২৬), মাসুদ আলাম (৩০) ও ইমরান আলি। সকলের বাড়ি জালালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়।